আমাদের সৌরজগতের অন্বেষণ/সঠিক উত্তর বাছাই

      প্রধান পাতা · সম্প্রদায়ের প্রবেশদ্বার · মিলনায়তন · সাহায্য      


সঠিক উত্তর বাছাই

সঠিক উত্তর বাছাই। পূর্ববর্তী অধ্যায় গুলো পড়তে এবং বুঝতে আপনার সময় নিন, যদি মনে হয় কোনো প্রশ্ন অজানা লাগছে তাহলে তোমরা একবার অধ্যায়গুলো অধ্যয়ন করতে পারেন। নিজের সাথে সৎ থাকুন এবং নিরপেক্ষভাবে উত্তর গুলো দেবার চেষ্টা করুন। যখন আপনি আপনার উত্তর গুলোর সাথে সন্তুষ্ট হয়ে যাবেন তখন পরবর্তী অধ্যায় গুলোর দিকে যেতে পারেন। উত্তর গুলো নিম্নে দেওয়া হয়েছে।


১. নিচের কোনটি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ?
ক) মঙ্গল
খ) বৃহস্পতি
গ) পৃথিবী
ঘ) শনি


২. আমাদের সৌরজগতের সবচেয়ে ভিতরের গ্রহ হল:
ক) শুক্র
খ) বুধ
গ) মঙ্গল গ্রহ
ঘ) পৃথিবী


৩. লালচে চেহারার কারণে কোন গ্রহটিকে "লাল গ্রহ" বলা হয়?
ক) শুক্র
খ) মঙ্গল গ্রহ
গ) বৃহস্পতি
ঘ) নেপচুন


৪. কোন গ্রহের চারপাশে বিশিষ্ট বলয় রয়েছে?
ক) ইউরেনাস
খ) বৃহস্পতি
গ) নেপচুন
ঘ) শনি


৫. গ্যানিমিড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা কোন গ্রহের চাঁদ?
ক) শনি
খ) ইউরেনাস
গ) বৃহস্পতি
ঘ) নেপচুন


৬. কোন গ্রহে রিংগুলির সবচেয়ে বিস্তৃত সিস্টেম রয়েছে?
ক) শনি
খ) বৃহস্পতি
গ) ইউরেনাস
ঘ) নেপচুন


৭. পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম ছিল:
ক) স্পুটনিক ১
খ) অ্যাপোলো 11
গ) হাবল স্পেস টেলিস্কোপ
ঘ) ভয়েজার ১


৮. আমাদের সৌরজগতের বৃহত্তম চাঁদ হল:
ক) টাইটান
খ) গ্যানিমিড
গ) ক্যালিস্টো
ঘ) আইও


৯. আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি মূলত কী দিয়ে তৈরি?
ক) শিলা এবং বরফ
খ) গ্যাস এবং ধুলো
গ) তরল জল
ঘ) হাইড্রোজেন এবং হিলিয়াম


১০. গ্রেট রেড স্পট কোন গ্রহে পাওয়া একটি বিশিষ্ট বৈশিষ্ট্য?
ক) শনি
খ) মঙ্গল গ্রহ
গ) বৃহস্পতি
ঘ) শুক্র


১১. কোন গ্রহটি তার সুন্দর এবং রঙিন বলয়ের জন্য বিখ্যাত?
ক) ইউরেনাস
খ) শনি
গ) নেপচুন
ঘ) মঙ্গল গ্রহ


১২. গ্রহাণু বেল্ট কোন দুটি গ্রহের মধ্যে অবস্থিত?
ক) মঙ্গল এবং বৃহস্পতি
খ) পৃথিবী এবং মঙ্গল গ্রহ
গ) বৃহস্পতি এবং শনি
ঘ) শনি এবং ইউরেনাস


১৩. আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
ক) বুধ
খ) মঙ্গল গ্রহ
গ) শুক্র
ঘ) পৃথিবী


১৪. কোন গ্রহের তাপমাত্রার বৈচিত্র্য সবচেয়ে বেশি, অত্যন্ত গরম থেকে অত্যন্ত ঠান্ডা পর্যন্ত?
ক) বুধ
খ) শুক্র
গ) মঙ্গল গ্রহ
ঘ) বৃহস্পতি


১৬. একটি ধূমকেতুর লেজ সর্বদা সূর্য থেকে দূরে নির্দেশ করে কারণ:
ক) সৌর বায়ু
খ) মহাকর্ষীয় টান
গ) ইলেক্ট্রোম্যাগনেটিক বল
ঘ) পারমাণবিক বিক্রিয়া


১৭. কোন গ্রহটিকে প্রায়শই "মর্নিং স্টার" বা "ইভেনিং স্টার" বলা হয় এবং চাঁদের পরে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তু?
ক) শুক্র
খ) মঙ্গল গ্রহ
গ) বুধ
ঘ) বৃহস্পতি


১৮. কুইপার বেল্ট হল আমাদের সৌরজগতের একটি অঞ্চল যেখানে অনেকগুলি রয়েছে:
ক) ধূমকেতু
খ) গ্রহাণু
গ) উপগ্রহ
ঘ) চাঁদ


১৯. কোন গ্রহটি তার অস্পষ্ট, বরফের বলয়ের বিশিষ্ট সিস্টেমের জন্য পরিচিত?
ক) ইউরেনাস
খ) নেপচুন
গ) শনি
ঘ) বৃহস্পতি


২০. মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটি?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাই অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন


উত্তর edit

১. খ) বৃহস্পতি
২. খ) বুধ
৩. খ) মঙ্গলগ্রহ
৪. ঘ) শনি
৫. গ) বৃহস্পতি
৬. ক) শনি
৭. ক) স্পুটনিক 1
৮. খ) গ্যানিমিড
৯. ঘ) হাইড্রোজেন এবং হিলিয়াম
১০. গ) বৃহস্পতি
১১. খ) শনি
১২. ক) মঙ্গল এবং বৃহস্পতি
১৩. ক) বুধ
১৪. ক) বুধ
১৫. ক) গ্যালিলিও গ্যালিলি
১৬. ক) সৌর বায়ু
১৭. ক) শুক্র
১৮. ক) ধূমকেতু
১৯. ক) ইউরেনাস
২০. খ) কার্বন ডাই অক্সাইড