উইকিবিশ্ববিদ্যালয়:মিলনায়তন

    প্রধান পাতা · সম্প্রদায়ের প্রবেশদ্বার · মিলনায়তন · সাহায্য      
অনুগ্রহ করে বিভাগ শিরোনামে উইকি মার্কআপ বা লিঙ্কগুলো অন্তর্ভুক্ত করবেন না।
~~~~ দিয়ে আপনার বার্তায় স্বাক্ষর করুন।
স্বাগতম!

উইকিবিদ্যালয় সম্পর্কে আপনার কোন প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ আছে? এই পাতায় আপনি সম্প্রদায়ের কাছে বার্তা দিতে পারেন। একটি প্রশ্ন জিজ্ঞাসা করার আগে, আপনি নিম্নের পাতাগুলোতে কিছু সাধারণ তথ্য পেতে পারেন:

"আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব"। ~ নেপোলিয়ন বেনোপার্তো

প্রকল্পের নাম

edit
উইকিপিডিয়ার আলোচনাসভায় নিম্নোক্ত আলোচনা হয়েছিল, আলোচনাটি এখানে চালিয়ে যাওয়া উচিত মনে করছি।

উইকিপিডিয়ার সহপ্রকল্প উইকিবিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে প্রশ্ন ছিল। নামকরণটি কে কীভাবে করল? নামটি উইকিবিদ্যালয় হওয়াটাই যথার্থ ছিল। প্রসঙ্গতঃ হিন্দিতে উইকিবিদ্যালয় নামেই প্রকল্পটি চূড়ান্ত হয়েছে। উইকিবিশ্ববিদ্যালয় নামটি বড়। প্রয়োজনে উইকিভার্সিটি (বাংলায় ভার্সিটি বহুল প্রচলিত) নাম দেয়া যেতে পারত।

এখানে কেন বলছি

কারণ, উইকিবিশ্ববিদ্যালয়ের সহপ্রকল্প হিসেবে এখানেই সর্বাধিক টেমপ্লেট ও প্রধান পাতায় যুক্ত হয়েছে। বেটা ভার্সিটির এক বা দুইটি পাতাতেই কেবল নামটি যুক্ত করা হয়েছে। আর উইকিমিডিয়া বাংলা সম্প্রদায়ের অধিকাংশই এই আলোচনাসভায় সরব। -- ~ খাত্তাব , , ... ১৬:৩৫, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

  • প্রকল্পের ধরণ/বিষয়বস্তু অনুযায়ী বিশ্ববিদ্যালয় ই উপযুক্ত বলেই আমার মনে হয়। প্রচলিত বাংলা শব্দ বিদ্যমান থাকতে ভার্সিটি ব্যবহারের কোন যোক্তিকতা নেই —শাকিল (আলাপ · অবদান) ০৪:০৫, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
    @MdsShakil বিষয়বস্তু আসলে প্রাক-প্রাথমিক থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় বা আরো উচ্চতর বিষয়সমূহ। বিশ্ববিদ্যালয় দীর্ঘ নাম; সেজন্যই দেশীয়রাও ভার্সিটিই কথ্যরূপে বেশি ব্যবহার করেন। যেমন, ঢাকা ভার্সিটি বা চিটং (চিটাগাং) ভার্সিটি। অথবা ভার্সিটিতে আসুন ইত্যাদি। ভার্সিটি এক হিসেবে বাংলা শব্দই। কারণ, ইংরেজিতে ইউনিভার্সিটির সংক্ষিপ্ত হচ্ছে ইউনি। ভার্সিটি ভারতবর্ষে বা বেশিরভাগ বাংলাতেই অধিক ব্যবহৃত। আর প্রকল্পের নাম সংক্ষিপ্ত হওয়াই বিধেয়। নইলে ভাবুন, উইকিএনসাইক্লোপিডিয়া নাম হলে কত সমস্যা হত। হিন্দিতেও উইকিবিদ্যালয়ই ব্যবহৃত হয়েছে। যেখানে, ইউনিভার্সিটির হিন্দি হচ্ছে বিশ্ববিদ্যালয়। -- ~ খাত্তাব , , ... ০৪:২০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
    @খাত্তাব হাসান ইংরেজির প্রসঙ্গ বাংলাতে টানলে হবে না, তারা তাদের সুবিধামত নাম দিয়েছে, আমরা যেই কারণে উইকিবুক ব্যবহার না করে উইকিবই ব্যবহার করছি, উইকিসোর্স ব্যবহার না উইকিসংকলন ব্যবহার করছি, সেই একই কারণে আমাদের বাংলা শব্দ বিশ্ববিদ্যালয় ব্যবহার করার ক্ষেত্রে ছোট-বড় নাম সমস্যা সৃষ্টি করবে বলে আমি মনে করি না। বিদ্যালয় হবে নাকি বিশ্ববিদ্যালয় হবে সেটা নিয়ে বিশদ আলোচনা হতেই পারে —শাকিল (আলাপ · অবদান) ০৫:১০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
    @MdsShakil প্রসঙ্গ টানিনি; উদাহরণ দিলাম। সহজ ও উদ্দেশ্য পূর্ণ হয় এমন নাম হওয়াই বিধেয়। -- ~ খাত্তাব , , ... ০৭:১৪, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

পরবর্তী মন্তব্য: আমি উইকিবিদ্যালয়ের ভিত্তি দাঁড় করানোর প্রচেষ্টা করছি। আর এইক্ষেত্রে উইকিবিশ্ববিদ্যালয়ের বিপরীতে উইকিবিদ্যালয় নামটিই ব্যবহার করছি। পরবর্তীতে সিদ্ধান্ত হলে সেই অনুযায়ী কাজ করব। --খাত্তাব হাসান (talk) 16:35, 29 January 2022 (UTC)[reply]
@খাত্তাব হাসান কোন সিদ্ধান্তে যাওয়ার পূর্বে প্রচলিত নাম অর্থাৎ উইকিবিশ্ববিদ্যালয় ব্যবহার করা উচিত। --MdsShakil (talk) 17:35, 29 January 2022 (UTC)[reply]
@MdsShakil এই প্রকল্প বাংলায় পুরোপুরি খালি ছিল। প্রচলিত থাকার কিছুই মত ছিল না। একেবারে ব্ল্যাংক উইকি (বাংলায়)। আমার মনে হয়না, ইনকিউবেটরে এটা খুব বড় ভুল হয়েছে। আমি উইকিপিডিয়ায় উইকিপিডিয়ায় থাকা পাতাগুলোর জন্য আলাপ করেছি। আরেকটা ব্যাপার, মেটার আবেদন পাতাতেও কোনো নাম ব্যবহার করা হয়নি। খাত্তাব হাসান (talk) 18:14, 29 January 2022 (UTC)[reply]
@খাত্তাব হাসান: সুধী, কিছু মনে করবেন না। আমার কাছে এই আলোচনাটি একেবারে অর্থহীন মনে হয়েছে। আমি এই প্রকল্পে সক্রিয় নই, অদূর ভবিষ্যতে সেই ধরনের পরিকল্পনাও নেই। তাই এই প্রকল্পে সক্রিয় হওয়ায় আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এই আলোচনাটি শুরু করা হয়েছে অন্যের মতামত জানার জন্য নয়, আপনার সিদ্ধান্ত জানানোর জন্য। আলোচনা চলাকালীন “ঐকমত্য” (সিদ্ধান্তের চেয়ে ঐকমত্য শব্দটি বললেই কনটেক্সটের সাথে ভালো যাবে) আসার আগেই আপনার প্রস্তাবিত অংশটি বাস্তবায়ন করে দিচ্ছেন, এটা এক ধরনের প্রহসন মনে হয়েছে। এখানে আমার কিংবা অন্যদের মন্তব্য করার প্রয়োজন আছে কি? Meghmollar2017 (talk) 04:31, 30 January 2022 (UTC)[reply]
@Meghmollar2017; সাধারণতঃ আমি কাজ শুরু করার পর দেখতে পেয়েছি উইকিবিশ্ববিদ্যালয়ের ব্যবহার। আর আমি সিদ্ধান্ত জানাচ্ছি না। এটা ইনকিউবেটর। এখানে আমি একটা সাধারণ ব্যবহারকারী পাতা আর বাংলায় ৫০টি পাতা দেখিয়ে প্রশাসকত্ব নিতে পারি; এর অর্থ এই নয় যে, আমি এই উইকির গুরুত্বপূর্ণ। তবে নামকরণ গুরুত্বপূর্ণ; পরবর্তীতে প্রকল্প মূলধারায় প্রকাশিত হলে আবশ্যক হবে। তদ্রুপ, গুগল সার্চ ইঞ্জিনও বোধহয় এই উইকিকে ইনডেক্স করেনা।
আরেকটা ভুল তথ্যের জন্য ক্ষমাপ্রার্থী। হিন্দি উইকিভার্সিটি বেটাতে থাকাকালীন উইকিবিদ্যালয় নামে ছিল। মেটাতেও উইকিবিদ্যালয় নামেই আবেদন করা হয়েছিল। কিন্তু আজকে মূল প্রকল্পে গিয়ে দেখলাম সেটা উইকিবিশ্ববিদ্যালয়ে পরিবর্তিত হয়েছে। যথাসম্ভব পরবর্তীতে তারা আলোচনা করেই করে থাকবে। হিন্দি পড়তে পারলেও আমি হিন্দি খুব একটা পড়িনা। তাই আলোচনাটি খুঁজে দেখিনি। পরে হিসেব করে দেখলাম, তাদের কমন্সে থাকা লোগোতে উইকিভার্সিটি নাম রয়েছে। আমার তাদের মত দুর্বল পয়েন্টের উদ্ধৃতি ভুল ছিল। আর আমি সম্প্রদায়কে না জানিয়ে কিছু করার আকাঙ্ক্ষাও করছিনা। আর @MdsShakil ভাইকেও পিং করে দিলাম। হিন্দি উইকিভার্সিটির তথ্য তিনি না জেনে থাকবেন বা আমার ভুল তথ্যে প্রভাবিত হবেন। খাত্তাব হাসান (talk) 13:21, 30 January 2022 (UTC)[reply]