খনিজ সম্পদ: ধাতু-অধাতু/খনিজ ও আকরিক
প্রধান পাতা · সম্প্রদায়ের প্রবেশদ্বার · মিলনায়তন · সাহায্য |
---|
খনিজ (Minerals): মাটির উপরিভাগে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন-বিভিন্ন প্রকার ধাতু-অধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি তাদেরকে খনিজ বলা হয়। যে সকল অঞ্চল থেকে খনিজ উত্তোলন করা হয় তাকে খনি বলে।
আকরিক (Ores): যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। যেমন: গ্যালেনা(PbS) থেকে লাভজনকভাবে লেড ধাতু নিষ্কাশন করা যায় তাই গ্যালেনাকে লেড ধাতুর আকরিক বা লেড ধাতুর খনিজ বলা হয়। বক্সাইট থেকেও লাভজনক ভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় অতএব বক্সাইট কে অ্যালুমিনিয়ামের আকরিক বা খনিজ বলা যায়। আবার কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না সেজন্য কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয় আমরা বলতে পারি আকরিক হলে সেটা অবশ্যই খনিজ হতে হবে কিন্তু খনিজ হতে হলে সেটা আকরিক নাও হতে পারে। আয়রনের সালফাইডকে আয়রন পাইরাইটস(FeS2) বলা হয়। আয়রন পাইরাইটস থেকে আয়রন নিষ্কাশন করা যায়।