তাজবিদ শিক্ষা/মাখরাজ
প্রধান পাতা · সম্প্রদায়ের প্রবেশদ্বার · মিলনায়তন · সাহায্য |
---|
মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলা হয়। মাখরাজ শব্দের বহুবচন মাখারিজ। তবে বাংলায় একবচন বা বহুবচন; উভয়ক্ষেত্রেই মাখরাজ হিসেবে শব্দটি ব্যবহৃত হয়ে আসছে।
উৎস
editমাখরাজ (আরবি: مخرج) অর্থ বের হওয়ার স্থান৷ আরবি ভাষায় হরফসমূহ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে৷ মাখরাজ বুঝার জন্য মাকাম বা স্থানগুলোর নাম মনে রাখা জরুরি। মাকাম ৫টি:
- جوف – জওফ (মুখের ভিতরের খালি জায়গা)
- حلق – হলক (কণ্ঠনালী)
- لسن – লিসান (জিহ্বা)
- شفتان – শাফাতান (দুই ঠোঁট)
- خيشوم – খাইশুম (নাসিকামূল)
মাকাম (উচ্চারনের স্থান) | মাখরাজ (উচ্চারণের উপস্থান) সংখ্যা | মাখরাজ (উচ্চারণের উপস্থান) | হরফ সংখ্যা | হরফ |
---|---|---|---|---|
জউফ | ১ টি | মুখের ভিতরের খালি জায়গা | ৩ টি (শর্ত সাপেক্ষে) | و ، ا ، ي |
হলক | ৩ টি | আদনায়ে হলক | ৬ টি | خ ، غ |
অসতে হলক | ع ،ح | |||
আকসায়ে হলক | ء ،ه | |||
লিসান | ১০ টি | আকসায়ে লিসান (আলজিব) ও তালু | ১৮ টি | ق |
আকসায়ে লিসান ও তালু থেকে (সামান্য মুখের দিকে সরে) | ك | |||
ওছতে লিসান (জিহ্বার মধ্যস্থল) ও তালু | ج ، ش ، ى | |||
জিহ্বার ডান/বাম কিনারা ও আদরাসে উলিয়া (পিষণ দাঁত) এর মাড়ি | ض | |||
জিহ্বার সামনের কিনারা ও উপরের দাঁতের মাড়ি ও তালুর কিছু অংশ | ل | |||
উপরের মাখরাজ থেকে সামান্য মুখের দিকে সরে | ن | |||
জিহ্বার সামনের অংশের পিঠ ও সানায়া উলিয়া (উপরের মধ্যভাগের দুই দাঁত) এর মাড়ি | ر | |||
জিহ্বার অগ্রভাগ ও সানায়া উলিয়ার মাড়ি ও তালুর কিছু অংশ | ت ، د ، ط | |||
জিহ্বার অগ্রভাগ এবং সানায়া উলিয়া ও সানায়া সুফলা (নিচের মধ্যভাগের দুই দাঁত) এর মধ্যভাগ | ز ، س ،ص | |||
জিহ্বার অগ্রভাগ ও সানায়া উলিয়া এর অগ্রভাগ | ث ، ذ ، ظ | |||
শাফাতান | ২ টি | সানায়া উলিয়ার অগ্রভাগ ও নিচের ঠোটের ভিতরের অংশ | ৪ টি | ف |
উভয় ঠোটকে মিলিয়ে | ب ، م ، و | |||
খাইশুম | ১টি | নাকের মূল | ২ টি (শর্ত সাপেক্ষে) | ن ، م |
সহজে মুখস্থ করার পদ্ধতি
editসহজে মুখস্থ করার জন্য ছন্দাকারে মুখস্থ করা যেতে পারে।
হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি।
১ নম্বর মাখরাজ: হলক্বের শুরু হইতে – ء ه
২ নম্বর মাখরাজ: হলক্বের মধ্যভাগ হইতে – ع ح
৩ নম্বর মাখরাজ: হলক্বের শেষ হইতে – غ خ
৪ নম্বর মাখরাজ: জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া (দুই নুক্তা ওয়ালা) – ق
৫ নম্বর মাখরাজ: জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটু আগে বাড়িয়া (মধ্যভাগ পেছানো) – ك
৬ নম্বর মাখরাজ: জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া – ج ش ى
৭ নম্বর মাখরাজ: জিহবার গোড়ার কিনারা উপরের দাতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া – ض
৮ নম্বর মাখরাজ: জিহবার আগার কিনার সামনের উপরের দাতের মাড়ির সঙ্গে লাগাইয়া – ل
৯ নম্বর মাখরাজ: জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া – ن
১০ নম্বর মাখরাজ: জিহবার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া – ر
১১ নম্বর মাখরাজ: জিহবার আগা, সামনের উপরের দুই দাতের গোড়ার সঙ্গে লাগাইয়া – ط د ت
১২ নম্বর মাখরাজ: জিহবার আগা, সামনের নিচের দুই দাতের পেঠ ও আগার সঙ্গে লাগাইয়া – ص س ز
১৩ নম্বর মাখরাজ: জিহবার আগা, সামনের উপরের দুই দাতের আগার সঙ্গে লাগাইয়া – ظ ذ ث
১৪ নম্বর মাখরাজ: নীচের ঠোঁটের পেঠ, সামনের উপরের দুই দাতের আগার সঙ্গে লাগাইয়া – ف
১৫ নম্বর মাখরাজ: দুই ঠোট হইতে – ب م و – উচ্চারিত হয়।
বা উভয় ঠোটের ভিজা স্থান থেকে, মীম উভয় ঠোটের শুকনা স্থান থেকে এবং ওয়াও দুই ঠোট গোল হয়ে মধ্যখানে সামান্য ছিদ্র থাকবে।
১৬ নম্বর মাখরাজ: মুখের খালি জায়গা হইতে মদের হরফ – و ا ي – উচ্চারিত হয়।
১৭ নম্বর মাখরাজ : নাকের বাশি হইতে গুন্না উচ্চারিত হয়। যথা: انّ ثمّ,
অনুশীলন
editচিত্রিত স্থানে জিহ্বা লাগিয়ে হরফ উচ্চারণের নিয়মিত অনুশীলন করতে হবে।