প্রাথমিক গণিত:সংখ্যা
সংখ্যা হলো একটি মৌলিক গণিতীয় ধারণা যা পরিমাপ, গণনা এবং ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয়। প্রাথমিক শিক্ষার্থীদের যথাসম্ভব সংখ্যার বাস্তব ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া উচিৎ।
সংখ্যা
edit০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯
সংখ্যার প্রকারভেদ
editসংখ্যাকে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়:
- স্বাভাবিক সংখ্যা
- পূর্ণসংখ্যা
- ভগ্নাংশ সংখ্যা
- বাস্তব সংখ্যা
স্বাভাবিক সংখ্যা
editস্বাভাবিক সংখ্যা বলতে শূণ্য বাদে সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে বোঝায়। যেমন:১,২,৩...
পূর্ণসংখ্যা
editপূর্ণ সংখ্যা বলতে শূণ্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যাকে বোঝায়। যেমন: ...-৩,-২,-১,০,১,২,৩...
ভগ্নাংশ সংখ্যা
editভগ্নাংশ সংখ্যা বলতে সে সকল সংখ্যাকে বোঝায় যাদেরকে +ক/খ আকারে লেখা যায়। যেখানে খ ≠ ১,খ ≠ ০ এবং +ক/খ এর ভাগফল পূর্ণসংখ্যা নয়। যেমন: +১/২ ,+২/৩ ,+৪/৩ ...
ভগ্নাংশ সংখ্যাকে আবার ২ ভাগে ভাগ করা যায়।
১) মূলদ এবং
২) অমূলদ
- মূলদ সংখ্যা
মূলদ সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদেরকে +ক/খ আকারে লেখা যায়, যেখানে ক ও খ পূর্ণসংখ্যা এবং খ ≠ ০। যেমন:+১/২ ,+৩/১ ,+১১/২ .....
- অমূলদ সংখ্যা
অমূলদ সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদেরকে +ক/খ আকারে লেখা যায় না, যেখানে ক ও খ পূর্ণসংখ্যা এবং খ ≠ ০। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা সংখ্যাটির ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন: √২ = ১.৪১৪২১৩..., √৩ = ১.৭৩২..., +√৫/২ = ১.১১৮... ইত্যাদি। কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়না।
বাস্তব সংখ্যা
editসকল মূলদ এবং অমূলদ (অবাস্তব বা জটিল সংখ্যা ব্যতীত) সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমন: ০,±১,±২,±+১/২ ,±+৩/২ ,√২,√৩ ইত্যাদি।
কুইজ
edit