Asked42
Joined 25 June 2023
Latest comment: 9 months ago by Asked42 in topic Portal(প্রবেশদ্বার)
Welcome to my talk page!
Portal(প্রবেশদ্বার)
editAsked42 ভাই আসা করি ভালো আছেন।আমি দেখলাম আপনি পোর্টাল নামস্থানকে বিভাগ হিসেবে উল্লেখ্য করেছেন এবং বিভাগ নামস্থান তৈরি করেছেন কিন্তু পোর্টাল নামস্থানকে প্রবেশদ্বার নামস্থান হিসেবে ব্যাবহার করা হয়েছে।Rifat008 (talk) 14:43, 20 March 2024 (UTC)
- হ্যাঁ, তা ঠিকই। আমি পূর্বে "বিভাগ" প্রয়োগ করেছিলাম কারণ এটি একটি বিশ্ববিদ্যালয় পরিকাঠামোর সাথে বেশি সামঞ্জ্যপূর্ণ। যেমন অনুষদ, বিভাগ ( বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ ইত্যাদি) । সাধারণত এই পরিকাঠামোটি অনেক অন্য ভাষার উইকিবিশ্ববিদ্যালয় প্রকল্পে ব্যাবহৃত হয়েছে।
- ইংরেজিতে পরিকাঠামো হল, স্কুল - পোর্টাল। বাংলায় বাস্তবিক বিশ্ববিদ্যাল়গুলোতে (বাংলাদেশ ও ভারত উভয় দেশেই) যেহেতু এই অনুষদ ও বিভাগ কাঠামোটি অধিক পরিচালিত তাই এখানেও সেই বিন্যাস ব্যবহার করে ছিলাম। Asked42 (talk) 19:32, 20 March 2024 (UTC)