উইকিবিশ্ববিদ্যালয় edit

উইকিবিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করে এবং কি নিয়ে যদি বলতে তাহলে আমি অবদান রাখতে পারতাম।

উত্তর:মোহাম্মদ জনি হোসেন আপনি উইকিবিশ্ববিদ্যালয় কী? এই পাতায় উইকিবিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবেন।Rifat008 (talk) 19:02, 24 February 2024 (UTC)Reply
@মোহাম্মদ জনি হোসেন আর হ্যা এটি কিন্তু একটি বেটা প্রকল্প তাই এখানে একাধিক বাসার প্রকল্প রয়েছে তাই সাবধানতার সাথে সম্পাদনা করতে হবে। পুনঃনির্দেশ এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আপনি কিছু নমুনা [[category:উইকিবিশ্ববিদ্যালয় নিবন্ধ]] দেখে নিতে পারেন। Rifat008 (talk) 19:08, 24 February 2024 (UTC)Reply

বিভাগ ও বিষয়শ্রেণী edit

সুপ্রিয়, আপনাকে Template:প্রধান পাতা/বিভাগ ও অনুষদ এ "বিভাগ" শব্দের পরিবর্তে "category" যুক্ত করতে দেখলাম। আসলে সেই টেমপ্লেট গুলোতে category এর পরিবর্তে বিভাগ প্রয়োগ করা হয়নি বরং "department" এর জন্য ব্যবহৃত হয়েছে। Department এবং category যেহেতু এক নয় সম্পূর্ণ আলাদা, তাই বিষয়শ্রেণী এবং বিভাগও আলাদা। উইকিবিশ্ববিদ্যালয়ে আপনার অবদানের জন্য ধন্যবাদ। Asked42 (talk) 13:09, 27 February 2024 (UTC)Reply

@Asked42 Vai category এর আসল বাংলা বিভাগ Rifat008 (talk) 13:43, 27 February 2024 (UTC)Reply
যাই হোক বুঝতে পেরেছি এখানে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে Rifat008 (talk) 13:43, 27 February 2024 (UTC)Reply
অনুবাদের দিক থেকে ঠিক, category এর একটি অনুবাদ বিভাগ হতে পারে। তবে সকল বাংলা উইকিমিডিয়া প্রকল্পে "বিষয়শ্রেণী" কেই category এর সমতুল্য বাংলা নামস্থান হিসেবে ব্যবহার করা হয়। Asked42 (talk) 13:48, 27 February 2024 (UTC)Reply
@Asked42 কিন্তু আমি ইংরেজি Wikiversity তে Department নামে কোনো নামস্থান দেখলাম না। Rifat008 (talk) 13:46, 27 February 2024 (UTC)Reply
@Asked42 umm ami ইংরেজি Wikiversity ঘুরে যা বুজলাম এখানে বাংলায় যে নামস্থান বিভাগ নামে রয়েছে সেটি আসলে পোর্টাল নামস্থান অন্যান্য wiki প্রকল্পে যা প্রবেশদ্বার নামে আছে Rifat008 (talk) 05:23, 1 March 2024 (UTC)Reply